অামি গল্প করতে পছন্দ করি,
তুমি ও কি করো?
অামি অাকাশের পানে তাকিয়ে,
রাত পার করি
নির্জন কিছু বিহঙ্গের গানে।
তুমি ও কি করো?
অামি প্রিয়সীর কথা ভেবে,
রাত ভর কবিতা লিখি,
হয়ত কারো ঘুম নষ্ট করে।
যখন অালো নিভে যায় ,
অাঁধার নামে নীড়ে;
তখনই দেখি দূরে
তোমার চোখদুটো মেঘের কোলে জাগে।
যখন অফিস সময়ে ব্যাস্ত হয়ে পড়ি,
তখনও কিছু উপমা খুঁজে পাই
হঠাৎ করে টুকে নি।
তুমি কি জানো?
তাই নিয়ে কত বকা খেয়েছি।
হঠাৎ একদিন হাত কেটে রক্ত পড়ছে,
অার অামি লিখেই চলেছি,
গোধূলীর অাবিরে রাঙা প্রহরে,
তুমি ছিলে লাল গোলাপের বেশে।
অামি শুধু দশ দিকের পানে তাকিয়ে বললাম,
হে পৃথিবী তুমি সাক্ষী,
সে এসেছিল অামার শেষ কবিতাটা শুনতে।
সেদিন লাল রক্তের মাঝে,
একেঁছিলাম তোমার চাওয়া।
তারপর হৃদয় দ্বীপ পার করে যখন এলে,
তখন সন্ধা নেমেছে অাকাশে।
অামি বললাম তোমায়, হে উন্মাদিনী
তুমি ও কি করো?
অামার মত পাগলামী।