তোমার অনলে ঘি ঢেলেছি,
অামি উন্মাদ,অত্যাচারী।
অামি হৃদয় দূরত্ব কারী,
তোমার ধ্বংসের স্তুপে
অবিনাশী,বিবাগী অনেক খানি।
অামি উদাসী সীমান্ত বাসি,
অন্ধকার রজনী নির্ঘুম আঁখি।
তোমার প্রহরে পেঁচা,
রাগের বিত্তশালীনির খাঁচা।
অামি অপদার্থ প্রাণ এক!
নেশার তৃষায় হারা।
অামার ভুল!
যুগ যুগান্তর ধরে জ্বালায়েছে শিখা।
অামি দগ্ধ তাতে,
সেখানকার উন্মাদ!