তুমি যদি উত্তর মেরু হতে,
                      তাহলে আমি হতাম দক্ষিণ মেরু।
              তোমার অবস্থান হতো আমার বিপরীতে,
ধরো এখান থেকে লক্ষ  ক্রশ দূরে থাকতো তোমার সীমান্ত।  
তোমার বিশালতা ঘেরার জন্য মোতায়েন করা হতো বি.জি.বি.
তবু আমি রক্তের গন্ধ মাখা  গোলাবারুদ পেরিয়ে
                   অবলীলায় ঢুকতাম  তোমার সীমান্তে,      
কখনো  কাটা তারের বেড়াগুলো
                     প্রচন্ড আঘাতে   হৃদয়কে  রক্তাক্ত করতো,
         কখনোবা  মেঘের মাঝে ভাসিয়ে দিতো আমার ব্যাকুলতা;  
আমার আবেগ গুলো জোনাকির মতো উড়ে বেড়াতো তোমার আকাশে ।
যখন তোমার বরফ গলা নদী কিংবা আমার শুকনো মরুভূমি,
                    উতপ্ত হয়ে উঠতো বিরহে।    
তখন  পারমাণবিক এর সাহায্যে ভেঙে দিতাম সব প্রাচীর।