ভালো থেকো তুমি অন্য কারো হয়ে,
অামার তো হলে না কো এই জীবনে;
তুমি ছিলে কোকিল!
বসন্তের শেষে চলে গেলে!
যেখানে পেলে ঘাস ভরা মাঠ;
যার সবুজে এক শিকারি হারিয়েছে,
হরিণীর মত দুটি চোখ!
যে চোখ ডুবতো না!
যে চোখ দেখত অতিদূরে চাঁদ উঠেছে,
যেন প্রিয়সীর কোমল নীড়ে;
সেই প্রিয়সী ছিলে তুমি!
অাজো অাছো!
তবে তোমার হৃদয়ে ফসল ফলাতে পারিনি এখনো!
সেখানে নতুন অসংখ্য প্রজাপতি উড়ছে,
পৃথিবীতে ভালোবাসার মূল্য বোঝেনি কেহ!
এখানে গরু এসেছে অসংখ্য!
সেখানে ঘাস হবে তুমিও
যে লতাপাতার মত খাবে!
তখন পড়ে রবে শূন্য মাঠ!
সেখানে রবে না ঘাস, শুধু বাতাস;