শোন তোমাকে একটা কিছু বলি?
বলো,যাহা চাহিছো বলিতে!
তুমি আমাকে ভালোবাসো?
হুম,বাসি তো!
মুখের কথা শুনছি না!
প্রমাণ হবে আজি!
কি প্রমাণ নিবে?
তুমি যা দিবে!
চলো আকাশের তারাগুলো গুনো দেখো!
কত হলো সকাল হলে জানিও;
তবে তাতে কিছু শর্ত যে আছে!
যেমন!তেমনি করে তুমি রবে এইখানে,
যেমনি করে আমি আছি!
কেন!ভয় পাবে?
ভুতের ভয় না,তারা হারাবার ভয়!
মানে?
মানে ছাতার মাথা!
তুমিই আলাদা করবে আমার গুনা তারা;
যা,এ আবার হয় নাকি!
আমরা দুজন তো দুজনের উপকারে আছি!
ফাঁকি!তোমার ভালেবাসায় শুধু ফাঁকি!
বাকিতে কি ভালোবাসা হয়!
পরিক্ষা তো নগদে দিতে হয়;