তোমার মুখে ভালোবাসি শুনতে,
বাহ বেশ লাগে!
ইচ্ছার অাকাশ ভীষন ভাবে,
তোমার বর্ণনাকারী হবে!
তবে দেরী কেন?
হৃদয়ের তৃষা যে হারায়ে,
তোমার অনুমতি-পত্রের খামে।
তোমার পিয়ন বুঝি যানজটে?
বসন্ত প্রবাহ লেগে গেছে,
তুমি দগ্ধ হলেই!চলে অাসবে।
কিন্তু কোন কালে?
পাগলী মেয়ে!
অনেক পথের মাঝে লুকায়ে রয়েছে সে।
ভালোবাসি বলতে ঠোঁট কাঁপছে!
লজ্জা হারায়াছে উত্তেজনার গ্রহে।
ভাবছি উন্মাদনার দ্রোহে,
তোমার কম্পিত হাওয়া,
বহিবে কোন বিহনে?
একটু অপেক্ষা!
অবশেষরূপে বললে হেসে!
সন্ধার অাবেশ ছিল অাকাশে,
তোমার মুখরতা-চুরিবিদ্যা
অাবশেষে এলো যানজট পেরিয়ে।