ধরো তোমায় উচু একটা পাহাড়ের উপর দাঁড় করিয়ে,
চোখ দুটো একান্ত অাপন হাতে চেঁপে ধরে যদি চিৎকার করে বলি,
"অামি তোমায় ভালোবাসি";             তখন তোমার কি চোখ খুলতে ইচ্ছে করবে?
নাকি শব্দের প্রতিধ্বনি শোনার অপেক্ষায় থাকবে;
যখন দশ দিক ও চিৎকার করে বলবে,"ভালোবাসি"!তোমার কানের বাপাশ হতে বেরিয়ে ডান পাশে ঝুলে পড়বে শব্দ রাশি রাশি;
তখন তোমার চোখে এক পসলা জলের নিমন্ত্রণ, অার তাতেই সিক্ত দু-নয়ন,সিক্ত পুরো একটা পৃথিবী!
বন্ধ দুয়ার গুলো খুলো যাবে তখনই
চারিদিকে শুধু তুমি অার অামি!হোকনা একটা গ্রহণ, হারিয়ে যাই চলো দূরে,অারো দূর বহুদূর মেঘ তারা পেরিয়ে!
থেমে যাক সব কোলাহল এ নীড়ে;
অাকাশ ফেটে বৃষ্টি নামুক অঝরে,
তুমি মেঘের গর্জনে ঢলে পড়ো এ বুকে,
অামায় জড়িয়ে ধরো সব বাধা পেরিয়ে;
সব অানন্দ অাড়াল করে  একবার বলো চুপিচুপি, কানের দু-পাশ জুড়ি "ভালোবাসি-ভালোবাসি।