ক্ষুদার সাগরে সাঁতরায়ে ছি,
ভিখারি মোরা,ভরদুপুর অার অবেলা,
ভিটার ধুলায় ঘুরেফিরে দিন খাই।
মানবের কর্কশ শুর!
হে খোদা দয়াময় তোমার ধরায়,
মানুষ মানুষের জন্য!
তবু কেন তৃষার্ত শিশু?
অকৃতজ্ঞের দল পৃথিবী শাসনে,
সূর্যের অাভা পড়েনা,
তাদের দন্ডায়মান মস্ত শিরে।
অামি তাদের জয়গান কি করে গাহিবো?
সমুদ্রে ডুবিলেও মোরা বাঙালি,
ভাই,ভাই,মোরা একসাথে যাই,
তবে ভেদাভেদ কবে?
জীবনের জোয়ারে সবাই ধনী,
দিনশেষে তারাই ভিখারি।