বেতন বাড়ানোর দাবিতে সেদিন গিয়েছিলাম আন্দোলনে,
গিয়ে দেখি সেখানে শ্রমিক বলে পুলিশ লাটি চার্জ করে।
বুকের ভিতরে আসে চিৎকার,ঝরে লক্ষ মুখের   আর্তনাদ!
এভাবে আর কতোকাল অত্যাচার সহ্য করবে দুর্বল?
এভাবে আর কতো রজনী হবে তারা রাজপথে বন্দী?
       অযুক্তিক কোন দাবি নিয়ে তো  আসে নি!
       তবু কেন এতো হানাহানি ?
যে শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত বিত্তশালী!
সেই বিত্তশালীদের পাথর হৃদয়ে কভু ঝরে না কো শ্রমিকের মলিন মুখের  আহাজারি!
তবু দিন শেষে তারাই নামী,তারাই দামী!
তাদেরই সেবায় নিয়োজিত সর্বদা সরকারি  বাহিনী!
এ ভুবনে প্রতিবাদী গান গাইবে কে?
কে তুলবে অগ্নি বীণার বান?  
কবে আসবে সে নওজোয়ান,
যার মুখে ঝরবে স্বাধীনতার তুফান।
ভিতু মানুষের এই সমাজে,
কথা বললেই পুরে দেয় গারোতে,
ঠুকে দেয় মামলা,আমরা  নাকি করেছি দেশের উপরে হামলা!
এ জগতে বিচার দেব কা রে!
শ্রমিকের দুঃখ দেখিবার লোক পাই না খুঁজে!
তবু একই নক্ষত্রের নিচে মালিক- শ্রমিক আজীবন রয়েছে বেঁচে।