প্রিয়, অনেক প্রিয়,
এই রাত ভীষণ প্রিয়।


আকাশ যেন আজ খুব খুশি,
কে যেন হাসে তার বুকে মিটিমিটি,
আর বলে, ''ধার করা তো কি?
আলো তো তোদেরই দিয়েছি"


সেই ধার করা মিষ্টি আলোয়,
আর বসন্তের স্নিগ্ধ গন্ধ ভরা বাতাসে,
আজ হারাতে মন চাই তার সাথে।
যে আমার হাত হাতে ধরে
মিষ্টি আলো গায়ে মাখবে,
আমার অপূর্ণতার চাদর হয়ে,
আমাকে মন ভরে ভালবাসবে।


চাঁদ বলে, "চিন্তা করিস না,
'সে' জলদিই আসবে তোর জীবনে"


কেন আজ এত আলো তবে?


বলে, "যাতে তাকে স্মরণ করিস,
আরে পাগল অপেক্ষায় ভালবাসা বাড়ে"


রসিকতা করার মানুষ পেলে না তুমি!
যাও, লাগবে না তোমার আলো।


সে বলে,
"বলি একটা কথা, মন দিয়ে শোনো,
আমি আমার সাদা আলো দিয়ে,
মুছি রাতের কালো,


তবে সে রংধনুর সাত রঙ দিয়ে,
করবে তোমার জীবন রঙে রঙিন,
আলোয় আলোকিত"


সত্যিই! কে সে?
কে পারে এমনটা করতে?


"আছে, একজন,
যে হয়ত এখন আমার আলোয় অঙ্গ ডুবিয়ে,
মন ডুবিয়ে আছে তোর খেয়ালে,
যে শুধু তোকে ভালবাসে, শুধুই তোকে"


হুম,,,তবে রইলাম অপেক্ষায়,
না জানি কোন দেশে কোনক্ষণে
ধরা দেবে সে আমায়।


- ১৬/০২/১৭ (জিরোপয়েন্ট, রাজশাহী)