কোথাও মেঘ, কোথাও বৃষ্টি,
কোথাও দিন, কোথাও রাত্রি;
কোথাও উত্তল, কোথাও সমভূমি,
কোথাও সাগর অতল, কোথাও মরুভূমি।
বড়ই অদ্ভুত এই ধরণী,
যেমন অদ্ভুত এই ধরণীর মানুষ!


কেউ ব্যস্ত মানুষ মারতে,
কেউ ভালবেসে হাসি ফোটাতে;
কেউ ব্যস্ত ভালবাসার মিথ্যে অভিনয়ে,
কেউ সত্য ভালবাসায় অশ্রু বিসর্জনে;
কেউ পারে অসম্ভব ভালবাসতে, যা চক্ষু শীতল করে;
কেউ জন্মায় হিংস্রতা নিয়ে, যা দেখে অন্তর কেঁপে ওঠে;
কেউ হাতে তুলে দেয় অস্ত্র, মন্ত্র ফুঁকে - 'যুদ্ধ কর';
কেউ হাতে তুলে দেয় ফুল, মন্ত্র ফুঁকে - 'ভালবাসো';
ফুল ঝরে যায়, ভালবাসার মন্ত্র কেটে যায়,
মানুষ যুদ্ধ মন্ত্রে মুগ্ধ হয়ে রক্ত আর মাংস ঝরায়;


কেউ নিজ দেশ থেকে হয় বিতাড়িত,
কেউ হয় বিদেশে পরম আত্নীয়।


কেউ পারে কথাতে কথা জুড়ে কথামালা তৈরী করতে,
কেউ থাকে এমনও, নির্বাক, ব্যর্থ একটি শব্দও বলতে।


কথা দিয়ে মন জয়, তারপর প্রতারণার ফাঁদ,
তবু প্রিয় সে কথামালা, মন ভরে যায়;


মন দিয়ে পরিচয়, তারপর শীতল ছাদ,
তবু নির্বাক তুমি, তা কি ভোলা যায়?


কেউ মত্ত পরম আনন্দ উল্লাসে, পৃথিবীর স্বর্গে;
কেউ বা ক্ষুধায় জর্জরিত, পৃথিবীর নরকে;
কেউ চায় একটু ঠাঁই, কেউ দুঃখে রাজকীয় বাড়ির;
কেউ চায় ডাল-ভাত, কেউ দুঃখে আধুনিক গাড়ির;


কেউ অভাবে প্রয়োজনের, কেউ দুঃখে বিলাসের।
যার যা অভাব, তাই যেন সব,
নিজেরও কিছু আছে, সে খেয়াল নীরব।
সত্যিই অদ্ভুত এ ধরণী, অদ্ভুত তার মানুষ সব!



- ১৪/০৯/২০১৭ (রাজশাহী)