ভালবাসি তেমনি, যত পরিশ্রম শিল্পীর কারুকার্যে
ভালবাসি সহজেই, যেমনি বরফ গলে যায় তরলে
ভালবাসি যন্ত্রনায়, তোমার অন্যায় আবদারে
ভালবাসি শান্তিতে, স্বার্থ উজার করে বিলিয়ে,
ভালবাসি অসহায় হয়ে তোমার ইশারায় নেচে
ভালবাসি তোমার পরম আদর, যত্নে, প্রেমে
ভালবাসি লোকালয়ে, কোলাহলে, হাজার ভীড়ে
ভালবাসি আরও বেশি, আড়ালে, নিরালয়ে, নির্জনে
ভালবাসি দিনে, রাতে, অমাবস্যা-পূর্ণিমাতে,
ভালবাসি গ্রীষ্মের তাপদাহে, বর্ষার বৃষ্টিতে,
ভালবাসি শরতের কাশফুলে, হেমন্তের বাতাসে
ভালবাসি শীতের কাঁপুনিতে, বসন্তের সুগন্ধে
ভালবাসি দূর থেকে, চোখ জুড়িয়ে, মন জুড়িয়ে
ভালবাসি পাশে বসে, হাতে হাত ধরে, শরীর ছুঁয়ে,
ভালবাসি আবেগে, আত্মার মিলে, মায়ার টানে
ভালবাসি শরীরের তাড়নায়, শরীরের মিলনে
ভালবাসি রক্তমাংসের দেহে, সংসার জগতে
ভালবাসি চিতার অগ্নিতে, দেহভস্মের অপাশে
ভালবাসি দেহহীন অদৃশ্য অবশেষে
ভালবাসি, যতদিন অস্তিত্বের অবশেষ রবে
বসুন্ধরা, ঢাকা
২২শে অগাষ্ট, ২০২৩