খুব ব্যস্ত জীবন,
ছুটছ খালি নিঃশ্বাসের ও সময় নেই,
হাসছ খেলছো ঘুরছো আজি,
দিচ্ছ নাতো নিজেয় ফাঁকি?