আজ হৃদয় খুলে বসে আছি
আসবি কখন বল
উঠোন জুড়ে ভীষণ জোয়ার
ভাসবি কবে বল।।