কাঠি  ভর্তি দিয়াশলাইয়ের খোসা,
ডজন খানিক সিগারেট মেনে নিয়েছি
ইনবক্স ঠাসা হতাশা, অহেতুক সংলাপহীন চ্যাট
মেনে নিয়েছি
মুখ গুঁজে শুয়ে থাকার ভান করতে গিয়ে
মায়ের ধরে না উঠা ফোন
মিসকল হয়ে জমা
মেনে নিয়েছি
মেনে নিয়েছি মহানগরীর জ্যাম,
ধুঁকে ধুঁকে চলা, টানাহেঁচড়া শুধু একটা সিট একটাই প্রয়োজন, ধূলো, ফুসফুসের কারবনিক বাতাস, ময়লা নোংরা কুৎসিত খুচরো টাকা গুলো, কন্ডাকটরে বিশ্রী হাসি, পাশের লোকটার জিপারের ঘষা, কটকটে রোদে ভবোতাড়িত কিছু মানুষ,
ডাস্টবিন আর পেচ্ছাবের গন্ধ, পাগলের জটা, ঘাম,
কানে হেডফোন, জেমস কিনবা আর্টসেলের বিষন্ন চিৎকার


বেড রুমে একটাই জানালা
আকাশ দেখা যায় না,
তাও মেনে নিয়েছি
ইদানীং ধৈর‍্য শক্তি কমে গেছে খুব
গুছিয়ে ওঠা হয়না কোন কিছুই
জামা, জুতো, প্যান্ট, মানিব্যাগ, টাওয়াল,
বই, প্যাকেটের খোসা, সিগারেটের ফিল্টার, ছাই, চাবি মেঝেতেই ফেলে রাখি
অনিয়ন্ত্রিত উৎকট জীবন মেনে নিয়েছি
ওয়াসার পানিতে ঘিনঘিনে কীট, রাসায়নিক স্ফটিক
মেনে নিয়েছি
মেনে নিয়েছি পুলিশের ধাওয়া, ঘুষ,
বিরোধী দলের জরদার কৌটো আর ককটেল বোমা
বোতলের পরে বোতলে জমা নিরাশা মেনে নিয়েছি


শুধু মেনে নেইনি
আমার অস্তিত্বের ধারে কাছে ছিটেফোঁটা হয়েও তুমি নেই,
পাশ ঘেষে মাত্র হেটে যাওয়া
মেয়েটি তুমি নও;
বিভ্রান্তি এখনো ভালোলাগে
না না আমি মেনে নিতে পারবোনা
আর কখনো তোমার গরম নিঃশ্বাসে
উঠা নামা করবেনা এই বুক,
আমার হাতে তালু বন্দি থাকবেনা ওই আঙ্গুল
কাধে মাথা রাখবেনা কখনো
মেনে নেইনি শেষ বারের মত
আমাকে বলে যাওয়া
তোমার মিথ্যে
"অহেতুক ঝামেলা বাড়িয়োনা
প্রয়োজন যা ছিল সব ধুয়ে মুছে গেছে"