যেদিন স্থিতিশীল শুভ্রতা
ফেটে পড়েছে প্রচন্ড আক্রোশ নিয়ে,
সেদিন সময়ের
যান্ত্রিক বস্তুগত স্পন্দন শুরু


একটা বিন্দু বন্দি ছিলাম
গহ্বরের তলানি থেকে
বুদবুদ হতে চেয়ে
উঠে এসেছিলাম
নিজেকে জানান দিতে;
শূন্যতম থেকেই আমি অস্তিত্বশীল
যদিও এই "আমি"
চেতনার উল্টো পিঠে প্রবাহিত
আস্ফালন আর অনুনয়ে লিপ্ত
তবুও প্রতিবিম্বিত ব্যারেল হতে
মুখ উঁচিয়ে
মহাকালের উজবুকের মত
ঘোষনা করি
অস্তিবাচক আমিও
সেই বিন্দু থেকে বৃত্তক্রমে


যদি পাথরের জন্ম না হত
সূর্য একমাত্র নমস্য
আর তার ভগ্নদেহ আমি
যদিও কাম, ক্রোধ, ক্ষুধা শেষে
তৃপ্ত নই।
জানি ওরা বাড়ছে
ঝুলে পড়া ত্বকের নিচে;
রূপান্তরের ভগ্নাংশে
এই "আমি" বিলুপ্তপ্রায়
মৃত নই