ঘুম ভেঙে-
মৃত মৃত গন্ধ।
শেফালি ফুল আগুনের আঁচে
কুঁকড়ে আছে;
উত্তাপ বাড়ছে,
অসুখের মত বাড়ছে


ধমনীতে সুখের বিলাপ
ওরা হাসছে, ফাটছে
যা খুসি তাই
আমি নোংরা চাদরটা-
দেখতে চাচ্ছি না
মুখ ঘুরিয়ে সিলিঙে নিবন্ধিত করি
সেখানে পলেস্তর খসে
লুব্ধক মানুষের দৃষ্টি
অট্টহাসিতে ফেটে পরছেন;
উপহাস যেন ঠিকরে বেরুচ্ছে।
লেপ্টে থাকা ত্বক খুলে ফেলে-
আয়না অবলম্বন করি
তবুও লুকতে পারছিনা যেন;
সামাজিক আব্রুতে ঢেকে ফেলি নিজেকে
আরো নগ্ন লাগে।
বিপরিণাম বিপরীতে
চোখে চোখ অভিশাপ মনে হয়


হ্যাঁ!! আমি পাপ করেছি
প্রেম পাঁজর হতে নামিয়ে
বুভুক্ষুর মত তোমার আশ্রয়ে-
রেখে গেছি আরেকটা সম্ভাবনা;
মানুষ বাঁচেনা
হয়ত তুমি আমিও
তবে প্রেম কেন?
প্রিয় প্রজাপতি ফুল হয়ে থাকবে
আমি পোকা
ঝলসানো আমার নিয়তি।
ভেবেনিও সবই পাপ
আথবা সবই  কল্পনার দোষ