দৃশ্যত এলুমিনিয়াম মুখ গুলো উষ্ণ গামী আঁধারে গলছে
বক্ষভাগে খুলে আসা ড্রয়ারের শূন্যতল বিমূর্তে ভাসমান
একটা মর্মর পাথরের চাই আগলে রাখার প্রচেষ্টারত হাত,
সংখ্যাতিরিক্ত পা থাকে থাকে সাজোয়া সয়লাব
সময় এখানে কালোত্তীর্ণ হতে ভুলে গেছে;
চোখের পাতায় কাটা ত্রয়ী ঘূর্ণায়মান ডান থেকে বামে-
টিক-টিক, টিক-টিক
যে শেকল কবজির মোচড়ে বর্তমান
তাতে জন্ম নিয়েছে আনোবিক পুষ্প উদ্যান
আঙ্গুলে বোতামের লুপ হোল ভাজে ভাজে
জড়তাগ্রস্ত মেঘের জলপাই রং হয়ে ওঠে;
এখানে বস্তুগত সৃষ্টি নেই-
উপলব্ধি উপলক্ষ মাত্র
মৃত্যু নেই
শ্রমহীম কারাবসে কয়েকশ মুখশ্রী;
যাদের ভুলে যাওয়া হয়েছে
চেতনা নেই
যা আছে তা অনুভূতিজাত বিরুদ্ধাচরণ
ঘুম নেই
দেয়ালঘেরা স্বপ্নময় ঘূর্ণায়মান
আকাশ নেই
অবলিপ্ত শতাধিক আলোর বিচ্ছুরণ
শব্দ নেই
সবই অযাচিত অনুরণ
ক্লান্তি নেই
ভ্রান্তিবশত আগেই লুপ্ত
পরিক্রমায় সন্ধ্যা রাগ হয়ে বাজে অন্য সুরে
এখানে গোটা শহরটাই নেই;
যা আছে শূন্যতলে-
প্রতি মুহূর্তকাল মুহুর্তে অনবরত আবর্ত