তাঁরার মত ভাসি আমি তোমার দু চোখ মাঝে
আমায় নিয়ে ভাব জানি সকাল-বিকাল সাঁঝে।
আমায় নিয়ে গুনগুনিয়ে গাও যে তুমি গান
আমি তোমার জীবন-মরণ আমিই তোমার প্রাণ।


আমায় নিয়ে লেখ তুমি নানান রকম ছন্দ
আমি তোমার সুখ-দুঃখ আমিই ভালো-মন্দ।
নিশি জেগে যত্ন করে আঁক আমার ছবি
আমি তোমার চন্দ্র-তাঁরা আমিই সুখের রবি।


আমার সুখে হাসো তুমি তৃপ্তি সহকারে
আমার মত আর কেউ কি হাসাতে তোমায় পারে?
আমার ব্যাথায় কাতর তুমি চোখ দুটো হয় ম্লান
আদৌ কি আমি পারবো দিতে এসবের প্রতিদান