যে ঘোর অমানিশায় ছিল আচ্ছন্ন ধরণী
চারিদিকে ছিল সদা অনিয়ম অবিচার
প্রভুত্বের দগেু পিষ্টে ডুকরে কাঁদে মানবতা
পবনে গগনে মেলে শোষিতের সে চিৎকার


যবে বঞ্ধিতের স্বর ক্ষীণ শোষকের রোষে
শীতল পরশহীন মরুর শূন্য বিয়াবান
সব পাথুরে হ্নদয়ে ছিল খরখরে শূন্যতা
নীরস মরুর মতো সারশূন্য ছিল সব প্রাণ / পাঠ ১