তুমি আসবে বলে...
জাগছি আমি স্বপ্ন দেখার ত্বরে,
কোন রাস্তায় হাঁটবো এবার না ঘুমানোর পরে?


তুমি আসবে বলে...
খাটুনি বেড়েছে অনেকটা আগের চেয়ে..
চোখ লাগে না রাখবো কি নাম,
আলতো ছোঁয়ায় প্রানে।


তুমি আসবে বলে...
ছুটছি আমি আনায় ধরাধামে,
হঠাৎ শুনি ছেলে আমার অরুপ আসে নামে।
স্বপ্ন যেন থমকে দাঁড়ায় কাঁদায়  মায়ের কোল
একে একে বাড়ছে যেন অরাজত্বের খোল।


তুমি আসবে ফিরে...
চেয়ে আছি তাই গোধূলি সান্ধ্য লগনে
রয়েছি ক্ষুধায় জর্জরিত অ- প্রান কবলো নয়নে।


তুমি আসবে বলে...
আচমকাতে  দাঁড়িয়েছো ছায়া যুগলে
পেছন ফিরে আত্মবিনয় বইছে ধারা অশ্রুতে।
সেইতো আছি অতিথি বেশ নিয়ম করে রোজ
ঠাঁঠানো আর চাপকানোতে রকমারি ভোজ!


মিষ্টি সুরে বাছা আমায় দিলে নতুন ঘরে,
তুমি আসবে বলে চেয়ে  আছি আজও একই বৃদ্ধাশ্রমে।


কোচবিহার,
তারিখ-28.05.2021(ইং)