ছোটো থেকে কেবল বড় হয়েছি
দেখিনি ভূমন্ডলের ভাগ,
হাওয়ার টানে পরেছে বেলা
রয়েছে কবরের দাগ।


অখন্ড দেশ যবে রূপান্তরে একা
প্রকৃতির মায়াজালে হয়ে নিরুপমা।
ভেবে আমার সারা হলো ,চক্ষু চড়কগাছ
কোন দেশেতে জন্ম আমার কোন দেশেতে বাস?
কোন দেশের এই নাগরতা!
কোন দেশের এই শ্বাস?
সবই যেন গোলকধাঁধা,প্রকৃতির সংসার।


অবশেষের অবশেষ তবু অজানা
দুদেশের মাঝে এক শূন্য আস্তানা।
নেই পরিচয় নেই ঠিকানা ভগ্ন মাটির ঘর
পিতৃহারা সন্তান আজ মরুভূমির চড়।
বালুকার মরুতটে খন্ডাকার চাঁদর
মরীচিকার শুষ্ক জলে পুর্ণ ছিটমহল।


কোচবিহার:21.07.19