প্রান্তরে আর প্রান্তরে যেই আছড়ে পড়ে বেলা
কামদুনির ঐ খেয়া মাঠে হাটবাজারের মেলা।
হাওয়ার টানে ভেসে বেড়ায় মাঝি মল্লার সুর
কলকলিয়ে বয়ে চলে অজানা কোন দুর।


সূয্যি মামার হামাগুড়ি তৃপ্তি পেয়ে বেশ
বৈঠা চলে আপন তালে অথৈ জলের দেশ।
উজান টানে নৌকা ভাসে বাউটা টানে গতি,
পাড়ের লোকে বেলা শেষে হাঁকে মাঝির  প্রতি।


এপার ওপার নজর বিহীন মল্লা ভায়ার ডিঙি
বেলা অন্তে বরুণ মাঝি মিলায় দিনের ইতি
শব্দ মেশে বায়ু মাঝে,দিবা বিলীন রাতে
যে যার দরুন আসে এথা,হেলায় সে সব হারায় মেতে।