শিক্ষার আলোয় শিক্ষিত পথ
বেঁচে থাকে নানা কল্পনায়,
তাই তো ক্রমশ ছোটো হয়েছে আজ
বেঁচে থাকার ঘর, একান্ত নিরালায়।


দু-চোখ ঝড়ে লুকিয়ে পড়ে
ক্রন্দিত মেঘ বৃষ্টিতে,
আষান পাষানের ফাটল পথে
গচ্ছিত লাগাম নোঙরে।


সমাজ চিত্র অঙ্কিত আজ
ফুঁটছে নয়ন জলে,
মেঘের আড়ালে কষ্টের ভুবন
নীরব মাতৃক্রোড়ে।