এ হাত বেহাত পাঁচ হাত হয়ে ,
দিনের আলোয় শত্রু দেখি।
রাতখানা বেশ মন:পুত ,
শরীরে তার অসীম শক্তি ।।


দিনের পর দিন যায়,
রাতের পর রাত ।
বেচতে বেচতে সব বেচেছি ,
রইলো পরে আঁশ ।।


সস্তা তো সবাই খোঁজে,
তাদের জন্য আমি ।
রঙিন মোড়কে সস্তা শরীরে,
যা দেবে তাতেই রাজি ।।


  ঋতু চক্রে ঋতুর, হয় আনাগোনা !
  যতই বেচো বেচতে থাকো,
  যায় না তাকে বেচা ,
  সময় স্রোতে ;আসবে ফিরে,
  নিয়ম  মেনে মেনে   ।।


শরীরের মধ্যে শরীর,
ওজন বেড়েছে।
ভয় হয়েছে নিত্য সাথী,
মনের অগোচরে ।।


মনের মধ্যে  মন,
তটস্ত দিবা নিশি।
কি করে বোঝাবো ,
সিড়ি ভাঙা সরলটি।।