ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে,
শ্রাবণমেঘে।


মনের খবর,রাখিস কি মন,
কোন সে জলে যায় ভেসে।


ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে,
শ্রাবণমেঘে।


ঝপাৎ ঝপাৎ নদীর জলে,
মাঝি যে ওই দাঁড় বাঁয়ে,
ঘরে তার লক্ষ্মী,
আনমনেতে, পথ চেয়ে ।


ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে ,
শ্রাবণমেঘে ।


ঢেউ তালে নৌকা দোলে,
দোলে সুজন মনরে ,
কুলের খোঁজে আকুল মন,
ভরা গাঙেতে ।


ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে
শ্রাবণমেঘে ।।