ইতিহাসের পাতায় সভ্যতা,
ছাল থেকে পলিমার ,
ভেলা থেকে জাহাজ ,
সভ্যতা এগিয়েছে।
পশুমারণস্ত্র ; আগ্নেয়স্ত্র,
সভ্যতা এগিয়েছে।
সরল ইঙ্গিত মস্তিষ্কের জটিলতা ,
কান্না হারিয়েছে হিংসায় ।
হৃদয় বেচাকেনা ভরদুপুরে ,
শরীর বেচে, শরীরকে বাঁচাতে।
চিৎকার আর্তনাদ,
ইতিহাসের খসে পড়া পাতায় ।
আজও চিৎকার হয় !
হারিয়ে যায় ইটের পাজরে, গদির হাতলে ,
ট্রেন -বাসের দুরন্ত গতীতে,
নির্দ্বিধায়,নির্বিচারে বিচরণ করে,
রেখে যায় সভ্যতার অস্তিত্বকে ।
রচিত হয় নতুন ইতিহাস
সভ্যতা এগিয়েছে ।