কোনো কোনো সময় কিচ্ছু ভাল লাগে না
বাগানের তাকিয়ে থাকা ফুলগুলো
আমাদের ওড়াউড়ি রোদসকাল
আপেলের মধ্যে দিয়ে যে চিরুনিপথ গেছে
কতসুখপ্রজাপতি নিকট
অথচ জয় নেই ভেবে গৃহস্থ হতে পারলাম না


মনখারাপের মাঝে যে অন্ধকার নামে
দুঃখের মাটির ভিতরে প্রোথিত করি শরীর
ওই যে সহায়ক পরিবেশটা আমাকে স্ফীত করল
বিষাদের শূন্য কলসী ভরে
কি জানি তবুও জড়িয়ে যাই লতার বন্ধনে
যতটা শেকল দাগ লাগে মেঠোঘরজীবনে
সেই চলনবিন্দুগুলো জোনাকপোকার গান।