য্ত্দূর ডুবে যায় শীত...ছুঁতে স্থানুবৎ বিশ্বাস
কুয়াশাহীন দীর্ঘরাতের প্রতীক্ষায় চেয়ে
নখের স্পর্শে মেপে নিতে চায়
           তাপ ও উত্তাপের বিভেদ
পাখিরা উড়তে থাকে...গাছেরা স্থির থাকে চিরকাল
এই আপেক্ষিক গতিভেদ...কোন গহীন বিন্দুর ঘর নয়
যেভাবে ছায়ারা এসেছিল চুপি চুপি...
শব্দে এঁকে দিতে ভিন্ন প্রশ্নের দাগ
কিছুই পরিবর্তিত হয়নি কিংবা
নক্সাবদলের হিম ছুঁয়ে পড়ে আছে মৃতকল্পনা
শুধু চোখ ভিন্ন দেখতে শিখেছে...শিখতে বাধ্য তাই