হে প্রকৃতি তোমার কি নিষ্ঠুর খেলা
দেখলাম সেদিন সেই কসাইদের ছলা।।


লুঙ্গি পরে তরোয়াল নিয়ে ঘিরে ধরেছে
শূকরটাকে
শূকরটা যেন চিৎকার করে বলে ছেড়ে দাও গো আমাকে।।


তার চারটি পা ছিল একটা বাঁশে শক্ত করে বাঁধা
আকাশের দিকে তাকিয়ে যেন  বলে কেন খেললে এমন ধাঁধা।।


অসুরদের সেই স্তব্ধ করা হাসি
সে যেন বুঝতে পেরেছে তাকে হতে হবে আজ  স্বর্গবাসী।।


বাচ্চা বুড়ো কচি কাচাদের সেই  আনন্দের চিৎকার
মনে হয় যেন তার চোখের জল হারিয়ে ফেলেছে তার প্রসার।।


আনন্দ আর আর্তনাদ যেন ছেয়ে গেল আকাশে বাতাসে
বুঝলাম মৃত্যুর দূত হাজির হয়েছে তার কাছে এসে।।


হটাৎ দেখি চারিদিকে  ছিটিয়ে গেল রক্ত
তাই দেখে আনন্দে নাচছিল কত রক্তের ভক্ত।।


রক্ত পেয়ে ভক্তদের মিটলো স্বাদের তেষ্টা
মৃত্যু আজ যেন নষ্ট করলো তার বাঁচার চেষ্টা।।


উন্মুক্ত উলঙ্গ সমাজ ও যেন আজ রক্তের খেলায় লিপ্ত
হতে পারবে কি নিরপরাধ পশু গুলো এই উলঙ্গ সমাজ থেকে মুক্ত?


ও প্রকৃতি ! দাও গো এই নগ্ন সমাজকে একটা পোশাক....