কবির কণ্ঠ যেন আজ হচ্ছে তাদের দ্বারা রুদ্ধ  
ভাবছি এবার শুরু করবো প্রকৃতির সাথে যুদ্ধ।।


হয়তো হবে হার তাও তো ফিরে পাবো আমার অধিকার
তাও তো বন্ধ হবে অহংকারী  দের অহংকার।।


নিন্দুকের নিন্দেতে হয় কি সিন্ধু
যতই ছড়াও তোমারা নিন্দের বিন্দু।।


ভাবের ভাব বোঝে যে সেই তো নবী
নবীর ভাবে মন দিয়ে হওয়া যাই না আসল কবি।


জিবনের ঝরাপাতায় আজ আমি ক্লান্ত
তাইতো তোমাদের কাছে প্রমাণিত হয়েছি ভ্রান্ত। ।


জীবন চলিয়াছে যেন নিজের মধুর ইচ্ছায়
হয়তো তো আমি ও রয়েছি তারই ছায়ায়।।


হে প্রভু!
মুক্ত করো অসাধুদের থেকে তোমার ছায়া
যাদের এতদিন করেছিলে  অনেক মায়া।।


(নবী - ভাববাদী,দৈববাণী ঘোষণাকারী,
ভবিষ্যদ্বক্তা।)