চার বছর ভালবেসে ছিলাম দুজন দুজনকে
খুব গভীর ভাবে কেও একদিন কথা না বললে
দু জনের চোখের পাতায় ঘুম আসতোনা।
ঘুম পড়লে রাতে স্পনে দুজন কথা বলতাম,
ভালবেসে তাকে ময়না পাখি বলে ডাকতাম।
ও ডাকতো পরানে টিয়া পাখি বলে।
যদি কখনো অভিমান করতাম তো কেঁদে ফেলতো,
আবার আদর করে ময়না পাখি বলে দুষ্টামি করলে।
চোখের জলে হেসে দিত অভিমানে বলতো যাও
তোমার সাথে আমার আড়ি।
ভালবেসে দুজন হারিয়ে যেতাম কোন অজানা,
গহিন অরন্যে ময়না টিয়া মিলে।
সেই ময়না পাখি আজ আমার হৃদয় খাঁচা
ভেঙে উড়াল দিলো অজানা কোন সুখের তরে।
অভিমানী ময়না পাখি আমায় ফেলে উড়াল দিলি
হৃদয় পিন্জর শুন্য করে।
তোর ভাবনায় ময়না কেঁদে চোখের পানি
হলো যে আজ শেষ।
মনে হয় মাঝে মাঝে ময়না পাখি হৃদয় আমার
কোন মরুভুমির দেশ।