কাহারো প্রেমেতে পড়িলে,
তুমি,তৃপ্তি পাবেনা মরিলে।
জানি,প্রেমেতে অনেকে দুঃখ পেয়েছে,
মানি,দুঃখ ছাড়া সুখও রয়েছে।


আমি,তো কভু পিরিতে জ্বলি নাই,
রানী,জ্বলিয়া-পুরিয়া পিরিতে গলি নাই।
আমি,তো কভু পিরিতে মজি নাই,
রানী,পিরিতে মজিয়া পাগলো হই নাই।


প্রেম-পিরিতি করিয়া যাহারা হইয়াছে দোষী,
বহু মানব বেদনায় গলাতে ঝুলিয়াছে রশি।
উন্মাদ যাহারা হয়েছে পিরিতির স্রোতে ভাসি,
বেদনায় যুবকের জীবন শেষ পরিণতি ফাঁসি।


পিরিতির পিনিকে কেনো এভাবে মরি লা,
কিছু সময় বাদে যাবে তোমারে ভুলিয়া।
মনেরই বেদনা কারো কেহো তো বোঝেনা,
দুঃখেরই সাগরে কেহ সুখ টাকে খোঁজেনা।