সবাই শকুন খুঁজে বেড়ায়,
দর্শন, কভু নাহি মিলে।
বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ায়,
শকুন, তোর খোঁজ নাহি মিলে।


পশু-পাখি মইরা পচে মাঠে-ঘাটে,বিলে,
সাপ মাছ মইরা পচে খাল পুকুর ঝিলে।
চারপাশে বর্জ্য পচা দুর্গন্ধ শুধু মিলে,
পরিবেশের দুর্গন্ধ দূর করে,এখন কিছু চিলে।


শকুনের দল আসতো তেরে,
অতীতে পচা দুর্গন্ধ ছড়ালে।
শকুন গুলো শিকার করে,
শকুন জাতির বিলুপ্তি ঘটালে।