জীবন চলেছে তার মতো,
ভেবেছিলাম পরিবর্তন আসবে,
আগামী দিনের সূর্যের আলোর কিরনের মতো।
ঘুম ভেঙে হয়তো দেখব উঠে
সুখ আমার ঘরের শিওরে বসে,
দুঃখ যে ছিল আমার সঙ্গী চিরদিনের ,
সে এখন বন্দী হয়ে রয়ে গেছে-
আমার ঘরের দেওয়ালের ফ্রেমে ।
আমি এখন সুখ সাগরে ডুব দিয়ে শুয়ে থাকা এক মহারাজ,
ভিক্ষের ঝুলি কোথায় ?
নেই কোন খোঁজ আজ।
কিন্তু না উদীয়মান সূর্যের নতুন কিরন
জানান দিল যা ছিল তাই আছে আমার জীবন,
সরু গলির অন্ধকার পথে
কবেই যেন তা হারিয়ে চলে গেছে।
এক ফোঁটা আলোর দিশা না দিয়ে
জীবন চলছে এক নির্মম খোলসের অন্তরালে
ঠিক তার আগেরই মতন।