স্বাধীনতা দিবস আসবে ফিরে বারবার-
কিছু দেশ ভক্তি সিনেমা , কিছু গান ,আরও কিছু শুনে -
দিন হবে জেরবার।
ছুটির মেজাজে কাটবে দিন হয়তো বা আড্ডায় মশগুল হয়ে,
ফুর্তি র মেজাজে পড়বে না মনে ,
স্বাধীনতার কী আসল মানে ।
কারণ মন যে রয়ে গেছে এখনো সেই পরাধীনতা রই পর্দার আড়ালে,
স্বাধীন দেশ? পরাধীন মন, অদ্ভুত এক বেড়াজালে ।
কোথায় সেই বিপ্লবী মন , কোথায় সেই স্বার্থ ত্যাগী দল,
কোথায় সেই শহীদের মৃত্যু পণ করা লড়াই-
যেখানে মৃত্যু পরাজয় মানে মৃত্যুর কাছে,
যেখানে মৃত্যু হাতছানি দিয়ে ডাকে স্বাধীনতা কে।
যেখানে ভোরের আলো শোনায় গান,
পাখির কলরব শোনায় হার না মানা প্রাণের স্পন্দন,
সূর্যের আলোর সাথে ভোরের স্নিগ্ধতা নিয়ে আসে-
জেগে ওঠার, প্রাণ ভোরে শ্বাস নেওয়ার আর
থাকে বুক চিতিয়ে বেঁচে থাকার উন্মাদনা র টান।
কিন্তু কোথায় তারা? তারা কী হারিয়ে গেল?
নাকি তারাও এখন পরাধীনতা র শিকলে
কোনো এক গভীর ঘুমের আড়ালে,
হয়তো জাগবে-
যেদিন আবার পিঠ ঠেকবে দেয়ালে,
আবার মৃত্যুর কাছে জন্ম মানবে পরাজয়।