ছেলেটি গলায় দড়ি দিলো,
নীজো ইচ্ছায় সে এটা করেছে, চিঠিতে লিখলো.
সে রঙ্গিন পৃথিবী ভালোবাসে
ভালোবাসে রং ভরা কাগজ, রং ভরা জল
তবে সে চলে গেলো কেনো?
ওপরে কী আরও রঙ্গিন দুনিয়া,
আরও রঙ্গিন ভুবন
যে ভুবন থেকে , ফেরেনা কেউ কোনদিনও
সেটা যে কতো রঙ্গিন , কে জানে কিভাবে সে জানলো
তবে কী সে রং-এর আহোবাণে  যায়নি
তবে কী সে কোনো এক হতাশা লুকিয়ে বুকেতে
চলে গেলো এ ভুবন ছেড়ে
যে হতাশা বুকেতে ধরে , এখনো বাঁচে
আমার তোমার মতন যুবক , যুবতী না মরে
লুকোনো হতাশা, বুক ভরা বেদনা, চোখ ভরা কান্না
এগুলো ছাড়া এই ভুবনে বেঁচে থাকা যায়না
হতাশা আসে ,
বুক ভরা আশা আর ভালোবাসার পরে
যা সুধু শেখায় না বাঁচতে
শেখায় হতাশার দিনে কী ভাবে লরতে
আমরা লড়বো, আমরা বাঁচবও
আমরা জিতবও, আমরা জেতাবো
আমরা দেবনা কাউকে হারিয়ে যেতে
এই ভুবন হতে|