পিছে কোলাহল , চিৎকার তারস্বরে
-ওরে জোরে চালা আরও জোরে,
ঘেমে নেয়ে, স্টিয়ারিং ঘুরিয়ে
আমিও ছুটি আরও গতি বাড়িয়ে|
নয় এই বাসের যাত্রীদের স্বার্থে
এ আমার নিজের পকেটের লোভে |
সামনে , বায় , ডানে যাবেনা কেউ বাদ
ছুটতে হবে আমায় জোরে আরও জোরে -
মনে আমার বড়ো বেশি রোজগারের স্বাদ |
ঘুরছে মাথায় ছেলের মাসের পড়ার খরচ
বউের পেটে বাচ্চা, না জানি তার কতো হুজ্জুত |
রাতে আবার চলেনা আমার সেটা হলে
টাকা চাই , আরও টাকা -
জীবনের সব স্বাদ হ্য় পূর্ণ সেটা হলে|
ছুটছি আমি, ছুটছে সবাই , এই জীবনের চলার পথে
নিয়ম ভাঙ্গার খেলায়,কী পারে হতে
হুশ আর নেই মোনেতে|
হটাৎ এলো কানে ভীষন শোরগোল,
চারপাশে এতো কিসের কোলাহল|
হই হই, চই চই
আসছে ভেসে আমার কানে,
শুন্য হচ্ছে মনোবল, আসছে ভয় প্রাণে|
চমকে উঠলাম..শিরদারা দিয়ে গেলো রক্ত বয়ে
হা ভগবান একী দেখি
চাকার তলায় , কার বাচ্চা রয়েছে শুয়ে|
ছুটছে সবাই,  আসছে আমার দিকে
মারলাম আমি লাফ ,নিজের বাঁচার তাগিদে|
ছুটছি আমি, যতো জোড় আছে পায়ে,
বাঁচবো আমি, বাঁচারই তাগীদ নিয়ে|
বড়ো মনে ভয়, কী হবে এবার
ঘরে বউ বাচ্চা , উধাও হয়ে -
মনের এখন ইছা তীব্র বাঁচার|
ক্লান্ত শরীর চলছে ছুটে
যেতে হবে পালিয়ে , পথে যা জোটে|
বিকেল গড়িয়ে নামলো সন্ধা, আকাশ হলো কালো
চারপাশে ঘনঘটা, মনটা আমার উদাস হয়ে গেলো|
পথ ভুলে বা পথের শেষ-এ ঘরের দিকে আমি|
কার সন্তান, কার বুকের মণি
হারিয়েছে আজ, দায়ী হবো আমি|
মনে এলো আশ, ওই হোতা, ওই তো আমার বাড়ি,
দেখে এলো জল বুকে,
আমি নিশাচারি, ধীরে দিলাম পারি|
ধীর হলো পা , দেখে মৃদু কোলাহল
কিসের এতো তীব্রও আর্তনাদ,
কিসের এতো কান্না, আসে ভেসে কানে|
ঘর চিন্তায়, আবার দিলাম ছুট-
কার কী হয়েছে কে জানে?
দারালাম থমকে , ঘরের উঠানের প্রান্তে,
অবাক দৃষ্টি সবার ,সব চেয়ে আছে মোর পানে,
অমনীষা ছেড়া কান্না  আসছে ধেয়ে মোর কানে|
নজর বাড়িয়ে , ভিরের মাঝে
দিলাম বাড়িয়ে মন
উঠানেতে শুয়ে, সাদা কাপড়ের সাজে,
পলক হীন চোখে শুয়ে আছে আমার প্রাণের ধন|
-চরিপাশে ফিশফাস, অদ্ভুত চাহনি আমার প্রাণে
খোকা মোর , হারিয়েছে প্রাণ, আমারি চাকার টানে|