এটা কী খুন , নাকি দুর্ঘটনা -
সে যাই হোক, এটা এখন -
তোমার আমার কাছে টাইম পাস -
মুখোরোচোক এক ঘটনা|
কে মেরেছে? কারা মেরেছে?
কে দোষী ? সে কী নিজে? নাকি ওন্য কেউ লুকিয়ে আছে পিছে|
আমরা জনগণ আমাদের চিন্তা কিসে?,
দোষীতো ধরবে পুলিশে
উফ! কিজে উত্তেজনা, সাধে কী আর খবর দেখছি মিছে|
হে হে ....বোতল ছিল
নাবালোক বটে , তাতে কী
বেশ একটা রোমহর্ষক গল্প ফুটেউঠেছে যে|
হয়তো মা বাসতো ভালো বেশি
বেশি খুব বেশি....
সেটাই জানানোর জন্য হয়তো-
খবর হলো রাশি|
আমরা জনগণ, আমরা ভাই সমব্যাথী
তোমার মতো আমরাও ভালোবাসি|
হয়তো তোমারি মতন বা তোমার থেকেও বেশী
তাইতো বেড়াই খুজে , ঘর ছেড়ে বাইরের চারপাশের দোষী|