সূর্যের সোনালি আলোয়
রক্তের দাগ আছে লেগে
ও তুমি দেখতে পাওনি।
না না, ভুল বললাম ও তুমি দেখতে চাওনি
তুমি এরকমি, যতো খারাপ তা তুমি দিয়েছ আমায়
আর যতো ভালো তুমি রেখেছ আগলে-
নিজের কাছে ,নিজের মতো করে।
খারাপের স্পর্শে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে জীবন,
কিন্তু শেষ হয়ে যায়নি বেঁচে থাকার এ মন।
কিন্তু ভালর স্পর্শে তুমি হয়েগেছ স্বার্থপর।
তোমার জীবনের লাল রক্ত হয়েগেছে সাদা-
চেয়ে দেখ সূর্যের সোনালি আলো
দেখতে কি পাচ্ছ টকটকে লাল রক্ত আর গনগনে আঁচ,
আমি জানি তুমি বলবে ও আমার জন্য, ও খারাপের জন্য,
ও আমারই মতন  পিছিয়ে পড়া মনুষ্য জাতির জন্য।
কিন্তু আমি জানি –
তোমার জন্য শুধু আছে সূর্যের সোনালী আলো আর-
তার পরের এক গভীর অন্ধকার।