কাল ফাগুনের রুদ্র ঝড়ে ভেঙেছে  খোপা😀
উড়েছে কেশ তরতরিয়ে বাড়ছে বায়ুভয়,😒
শাড়ির অাচল  টানছে কেবল সম্মুখানে🤯
গন্তব্যে মিলে পথটি বাড়ি বা ক্ষনিকাশ্রয়।


ভয় হেনেছে মন কোনেতে একলা তুমি পথের পানে,🥵
অাপন মনে ছুটছে ধূলা 🌪
জড়িয়ে নিতে কাঠখড়া ঐ অঙ্গ ডালে,
অাঁধারে ছেয়েছে মেঘের কালা।🌚🌑


গতিতে সম হৃদস্পন্দনে হাটছে পা পথ শেষ হতে,
হাতের তালু কান চেপেছে, মেঘের ঘরের ঝগড়া শুনে।🙉😬
পড়লো বুঝি বজ্রযানী শঙ্কা তারায় পথটা জানি,🗾
বৃষ্টি ফোটা  ঝিরঝিরিয়ে তোমায় ছুয়েছে 🌧
বেহায়া সব ধূলোপনা  লুটিয়ে  হায় পড়েছে।


সজাগ তুমি বৃষ্টি কণায়, ভ্রম ভুলতে মনের কানায়
খুজবে তুমি পাশের তাকে
বেজায় হত বৃষ্টি যুগল,🎭
প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে।💒


চুপচুপিয়ে গা বেয়ে নামে, স্পর্শজল🌧
হয়ে মাতাল গড়িয়ে চলে উথাল-পাতাল,  
বৃষ্টির কোলে খেলার দৌড়ে নুপুরের মৌন ঐ তাল
জিজ্ঞাসা করে? 🙍
অাগন্তুক হয়ে অাসবে কবে? প্রেমের ভেলার ধরবে হাল।🚣👫