লাল চুড়ির হাত, বাড়িয়ে বর্ষার প্রপাত
সময়ের কোল ঘেষে ঠকঠকে ঘণ্টা,
কন্ঠের গুনগুনে, দেয়ালটা কান পেতে শুনে
অাষাঢ়ি প্রেমের দ্বার খুলেছে মোনটা।
বর্ষার হাসির দমে, শাখার ঐ কদমে
গোলাপের প্রলাপ কাচামিঠের অালাপ,
নাকের ঐ ফুল কেড়েছে এ কূল
কাব্যপ্রেমের বকবক, বলছে মনে সংলাপ।
অাধ সাধা ডাক জীবন বয়ে যাক
ভালোবাসা নামি তুফান কিংবা সুনামি,
অামারি চারিপাশ ঘিরবে তোমার শ্বাস
তবে হোক সে রোগ, নিবো বদনামি।
নুপুরের ঝন অাহারে এই মন
বেগুনি, নীল শাড়ি, ধর না অামি দিবো,
লিখ তবে, জীবন গদ্যে প্রেমের পদ্যে
লালগালিচার প্রেমে তােমরি বর হবো।