আমি এসেছি তব দুয়ারে আজি
প্রেম বিলাবার তরে,
ভরিয়া দেব তোমার আখি
আমার আশীর্বাদ ভরে।
যত দুখ আছে আমার পরানে
রাখিব আপন করে  ,
হৃদয় ভরিয়া আছে যে কথা
বলিব তাহার তরে।  
সুখ নামে যে পাখি ডানা ঝাপটায়
তারে চিনিতে নারি,
বাতায়ন পাশে রাতের বাতাস
গুমরেছে মরি মরি।
আহা এমনো রাতে খুজছি তোমাতে
চকিত নয়ন ভরে,
শিউলীর কলি শুকায় আজিকে
আমার আঙিনা পরে।
প্রেয়সীর  হাতের কাকন বালা
রিনিঝিনি বাজে সুরে,
কুল ভাঙা নদী বহে নিরবধি
ঘুম চলে যায় দুরে।
আমি এসেছি তোমার দুয়ারে আজিকে
ফেলনা আমায় দুরে,
গাহ সেই গীতি আমার সমুখে
আবার পুরনো সুরে।
নীড় হারা পাখি কুল ভাঙা নদী
তাহার সমুখে আমি ,
গাহি গান আর ভাসি নিরবধি
দিবস নিশীথ যামি।
নিরাশার কুলে বাধে বাসা আজি
আহত সকল আশা,
মিছে আজ সব জীবনের লেনদেন
বোবা মর্ম ভাষা।