চারিদিকে কত আপন পর নব নব বদন মাখা
দিবস শেষে রাতের বাসরে আসলেই সবাই একা।
কত কত ছবি কত কত প্রেম নব রুপ লয়ে আসে ,
জীবনের শত সহস্র সুখ অন্তর আজিকে ভাসে।
শত শত আশা বাধে বারে বাসা অন্তর মোহন করে,
তবু না পাই দারা পুত্রধন আঁধার বাসর ঘরে।
যারে লয়ে দেখি নতুন আশা নাইকো যাহার শেষ ,
ঘামের বানে ভিজেছি নিতুই ভালোবাসা অনিঃশেষ।
না ফুরায় আশা, কেবলি শুধু শুধায়- বারে বারে,
কেন তবে হায়  মিছে বাসা বাধা শুন্য ধরার পরে।
দিবস ও রজনী খেলেছি কেবল মিছে এ পুতুল খেলা,
ফুরালো না আশা সাঙ্গ হবে, এখনি রঙের মেলা।
ভুলের বাসরে ভরেছে জীবন কেন তবে হায় আজি ,
নেইতো কেহ আমার এ ক্ষণে জীবন নায়ের মাঝি।
যাদের ভালোবাসা জড়ায়ে ছিল সারাটি অন্তর ভরে,
কোথায় আজিকে তারা শুধু হায় বেদনার পারাবারে।
যে পথ ছিল প্রেয়সীর রাঙা গোলাপের সুবাস ভরে,
সে পথ গেছে ঐ দিগন্তে পাই না খুজে তারে।
যে পথে গেছে বসন্ত চলে ধুলি ধুসরিত পথে,
যে ছিল মোর হৃদয় সারথী বেদনার ধারাপাতে।
ওগো পথ তুমি আর ডেক না ভেঙে গেছে এই বুক ,
স্নৃতির দুয়ারে বিস্মৃতির রেখা হাতড়ে বেড়া্ই সুখ।


একা একা চলা জীবনের পথে ওগো বিরহী পাখি,
পরাও আমার পরানে আবার ভালোবাসার সেই রাখি।
জনম গেল ভুলের বিলাসে কেন মিছে পথ চলা,
একাই চলেছি একাই ভেবেছি একাই কথা বলা।
আধারে চলেছি আলোকে হেটেছি ভুলে গেছি কে আমি ,
ভালোবেসেছি তাদের বসন্ত নবান্নে  সারাটি দিবা যামী।
পরের বোঝা চলেছি বয়ে ভাবিনি হায় এ মিছে মায়া ,
স্বার্থের কাছে সকলি বিকোয় যেন মরীচিকা ছায়া।
সমুখে এগোই বারে বারে দেখি নবনব পরিহাস ,
বাতায়ন কোনে বহিছে আজিকে তৃষিত দীর্ঘশ্বাস।