ওগো আমার বাংলা মাতা
তোমার জুড়ি নাই ,
জীবনে যেমন করেছ আপন
মরনেও দিও ঠাই।
তোমার নীল আকাশে মেলে
আমার দু আখি
ভোরের বাতাসে ডানা মেলে যবে
মুক্ত দোয়েল পাখি।
ঝিঝির ডাকে দুপুর বেলায়
পুবের পুকুর পারে,
কোথায় পাবে এমন আবেশ
বলতে কেহ পারে ?
তোমার আলোয় আমার ভুবন
হাসে ঝিকিমিকি,
তোমার ভোরের মুক্তা ঘাসে
আলোর মাখামাখি।
ভোরের দোয়েল শিষ দেয় যবে
আমার আঙিনা পরে,
দেখি কালো ফিঙে বসে
ক্ষেতের এক ধারে।
সুর্যমুখী বিলায় আলো
হলুদ বরন মেখে,
তাইতো আমার মুগ্ধ হিয়া
আলোর নাচন দেখে।