চলে গেছে দুরে হৃদয়ের বসন্ত
তারে আজি খুজে ফিরি ,
চলে গেছে দুরে শরৎ হেমন্ত -
বেদনার মহাগিরি।
যে পথে আমার হারানো বসন্ত
খুজি ফিরি তারে জীবননান্ত
তাহারে খুজে নিশি হয় ভোর
রাতের ধ্রুবতারায়,
চলে গেছে দুরে ঐ সুদুরে
খুজি তারে নিরালায়।
মোহন সে বাশি বাজে নাক
আর –
কোথায় সে নিশি জাগি বারে বার
কোথায় আমার হারানো স্বপন
দেখেছিলেম জাগরনে,
বুঝেছি কোকিল ডাকিবে না-ক আর
ঐ সুদরের বনে।
পিয়াসী আখি তারায় তারায়
অঝোর শ্রাবন ব্যাকুল ধারায়,
ফুলের বাসরে কন্টকশয্যা
কেয়ার বনে লাগিবে না দোলা
ঘুম নিবে না হরে
গাইবে না-ক আর কোন পাখি
ঘুম ভাঙা কোন ভোরে।