আমি চলিছি একা আপন মনে  
বহিছি নিরবধি
ঘোলা জল বহে মোর হৃদয়ের দোসর
আমি বিরহী নদী।
কুলে কুলে বাজে বেদনার ঢেউ
নেই কেউ মোর সাথী,
আধারের সাথে যুঝেছি আমি
ফুরায়না মোর রাতি।
কত কত পথ হেরিলাম আমি
কত দিন করেছি পার
জীবনের কাছে আজিকে আমি
মেনেছি কঠিন হার।  
কত কত বেনুর সুর শুনেছি
দেখিছি তাহার কাঁদন
দেখেছি কত কুল ভাঙা ঢেউ
হৃদয় ভাঙা দহন।
তপ্ত আকাশ যখন শুধু
কাঁদিয়া আকুল হয়
আমি ভাসি তখনি নয়নের জলে
কেহ আজি মোর নয়।
কি তৃষা জাগে মোর মনে
এতজল বুকে ধরি
কাঁদিতে পারি না বুক ফেটে যায়
আহা কি মরি মরি।
মোর জলে যদিও জুড়াই
হাজার তৃষিত বুক,
জীবন ভরিয়া ঘুরেছি শুধু
কোথা বল পাই সুখ।
যে স্বপন ভরি ,আমি বিভাবরী
চলেছি বয়ে একা ,
কোথা আছে সুখ কোথা আছে সুখ
কোথা তার মলিন রেখা।


আমি বিরহী নদী
নোনা জলে মোর ঘোর প্লাবন,
বুক ভরা জলধি।
যে তৃষা লয়ে আজিকে আমি
খুজেছি বারংবার
কে তুমি আমার আঙিনাতে
কাদিছ দুর্নিবার।
আমিই কুলবতী
কুলহারা স্রোতে ভাঙি যত তট
বেদনার নিরবধি।
পিয়াসী আমি রিক্ত হাতে বয়ে
চলি বারোমাস,
জীবনের ব্যাথা আজিকে আমার
তুলিছে দীর্ঘশ্বাস।