বনের এককোনে আজি প্রভাতে
ফুটেছি আমি একা,
না পেল যদি আমারি এই রুপ
কাহারো নয়নের দেখা।
আমি হীন না করিলে কেহ
তাহারো গলার মালা,
ফুরালো এখনি আমার জীবনের
সকল মর্মজ্বালা।
জানিনা কখন ফুটেছিলাম
আমি- এই ছোট্র কায়া লয়ে
জীবনের আশা হলো দুরাশা
আয়ুটুকু ক্ষয়ে ক্ষয়ে।
তবে কি আমার এই জন্ম
শুধুই বৃথা যাবে?
এ আধার নিশী কোন কালেতে
প্রভাত জানি হবে ?
তবুও জীবন মানে না বারন
বারে বারে  তৃষা জাগে,
ক্ষণিকের আয়ু লভিয়া হায়
অমৃতের সাধ জাগে।
নিশী ভরে হায় ডাকে ডাহুকেরা
হারানো সুর খুজে,
আশা টুকু হায় মুছে গেছে তায়
আখি তারা গেছে ভিজে।
পরানো ভরিয়া গাব নাক আর
শুকাবে ক্ষুদ্র দেহ,
চলে যাব হায় ছাড়ি এই ধরা
পাব আপন গেহ।