কে গো তুমি গাহিছ গীতি
একেলা আপন সুরে,
ডাকিছ কেন বারে বারে মোরে
ঐ দুর অচিন পুরে।
কেন তুমি ডাক নিশীথ প্রভাতে
অরুন আলো মেখে
ডাক কেন বারে শুক্লা দ্বাদশীর
চন্দ্র আলোকে দেখে।
কেন মোরে ডাক অনন্ত আকাশের
নীল রঙ খানি মেখে,
ডাক কেন বারে আধার রাতে
দুর সিন্ধু থেকে।


কে তুমি হায় ডাক অবেলায়
তীর বেধা এক পাখি,
পরাতে চাহে তোমার হাতেতে
ভ্রমর কৃষ্ণ রাখি।
ঐ আকাশে মেলে দেয় ডানা
ভোরের মুক্ত পাখি,
কেন তুমি হায় ক্ষণে ক্ষণে তায়
মেলে দাও  তব আখি।
পিয়াসী প্রিয়া পরানে যাহার
শত সিন্ধুর ঢেউ,
নিশুতি রাতে বাজিছে বাশরী
সঙ্গে তো নাই কেউ।
কেন তবে হায় এই অবেলায়
ঘুম খানি নাও কেড়ে,
হৃদয়ের দহন যাতনা খানি
উঠিতেছে তায় বেড়ে।
বাসন্তী বাতাস না দেয় দোলা
মাধূরী লতার বনে,
ওগা ঘুম হরা পাখি ডাক কেন
তুমি রাতের আধার সনে।
বুনো বাতাসে ভরে নাক মন
উদোম রাতের কোলে ,
নিদ হারা পাখি আনমনে তাই
মধুর স্বপন ভোলে।  


ওগো ঘুম হরা পাখি –
কোথা তুমি?
কেদে কেদে ফিরি হৃদয় গহনে
নিঃশব্দের বেলাভুমি।
আজি ভুলে যাও যত মান অভিমান
ওগো ঘুম হরা পাখি,
পরাও আমার রিক্ত পরানে তোমার
রাঙা রাখি।
ঐ নীলাকাশে যত দুর মেলে হংস
বলাকার পাখা,
মোর আঁখির তারা মেলে দেখি
নিঃশব্দের মরীচিকা।