আজি নিশীথে একেলা বসি
ভাবিছি আনমনে ,
গোলাপ নাকি মাধবী তুমি
ফুটেছ কাননে?
তোমারে দেখি আপন স্বপনে
বিরহ বিধুর উদাস নয়নে,
দেখি বারে বারে রাতের
জোসনা ধারায়-
তোমারে দেখি উদাস দুপুরের
ক্লান্ত ভাবনায়।
ফুটেছ তুমি আমার কাননে,
জোসনা হয়ে ঝরিছ আঙনে
জবার কুসুম হয়ে ডাক তুমি
ভোরের শিশির আলোকে –
ভুলিও না প্রিয় আমায় কখনো
চলে যাব অলখে।
যে নিশি আজিকে নিয়েছে বিদায়-
ডাকি তারে আমি এই অবেলায়,
জোসনার ভরা আলোক ঝরায়,
পুষ্পিত হরষে-
ভিজেছ আমার সমুখে হে গোলাপ
কোন সে বরষে?
যদি মুছে যায় এই যে ছবি ,
ডুবে যাবে মোর জীবন রবি-
মুছিও না প্রিয় তব ললাটের লাল সেই টিপ,
সেথায় রহিব আমি ক্লান্ত রাতের দীপ।